বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা হিসাবে ফরিদপুর জেলাটি অন্যতম যেখানে জন্ম গ্রহণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, এছাড়াও রয়েছেন খেলাফত আন্দোলনের পথিকৃৎ হাজী শরীয়তউল্লাহ, পীর মহসিন দুদু মিয়া।সেই ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী ভাংগা থানা সদরে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন এর বিভিন্ন পেশাজীবী সচেতন মহল উপলব্ধি করেন যে, অত্র এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।ফলে 01/07/1965খ্রিঃ তারিখে কাজী মাহবুবউল্লাহ (কেেএম) কলেজ, ভাংগা ফরিদপুর কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।
বর্তমানে কলেজটিতে 12 সদস্য বিশিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি সুদক্ষ গভর্ণিং বডি রয়েছে। যার মেয়াদ 11/07/2013 ইং হতে 10/07/2016 ইং তারিখ পর্যন্ত।
বছর পরীক্ষার নাম মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য পাসের হার
ফরিদপুর জেলার ভাংগা থানার কুমার নদীর তীরে অবস্থিত। ভাংগা বিশ্বরোড থেকে 500 মিটার পশ্চিম দক্ষিণ কোনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস