প্রত্যেক জেলা বা অঞ্চলের স্থানীয় আঙ্গিকে বিশেষভাবে স্থানিক বৈশিষ্ট্যমন্ডিত একটি ভাষা থাকে সেটি কথ্যভাষা। সাধারণত কথ্যভাষা। আঞ্চলিক ভাষানামে পরিচিত । ভাংগা উপজেলার নিজস্ব বৈশিষ্ট মন্ডিত আঞ্চলিক ভাষা থাকলেও বাংলা ভাষার সাথে এর তফাৎ সামান্য। ফলে আঞ্চলিক ভাষাকে সাধারণ ভাষাভাষী আগন্তুকের কাছে দুর্বোধ্য করে তুলেনি। চট্রগাম, নোয়াখালী কিংবা সিলেটের আঞ্চলিক ভাষা শুনে সহজে বলা যায় কোন অঞ্চলের ভাষা কিন্তু ভাংগার আঞ্চলিক ভাষা দিয়ে এরুপ কোন অনুমান করা যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস