কলেজটি 1997 সালে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। 2003 সালে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। 2004-05 শিক্ষা বর্ষ থেকে স্নাতক (কলা শাখা) পর্যায়ে উন্নীত হয় এবং 2007 সাল থেকে স্নাতক ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয়।
ভাংগার আপামর জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টয় কলেজটি 1997 সালের 1লা জুলাই থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটির বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষ জনক । এছাড়াও বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সভাপতি : স্থাপতি নিলুফার জাফরউল্লাহ , মাননীয় জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন25)
সদস্য সচিব : এ.এইচ.এম. রেজাউল করিম,অধ্যক্ষ ভাংগা মহিলা ডিগ্রি কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস