ফরিদপুর জেলা হতে ৩০ কিলোমিটার পূর্বে ফরিদপুর-বরিশাল এবং বিশ্বরোডের সংযোগস্থলের পশ্চিম পার্শ্বে অবস্থিত।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন এবং মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। উপজেলা মৎস কর্মকর্তা এ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ দপ্তরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:
১. উপজেলা মৎস্য দপ্তরের কাজ মূলত দু'টি ভাগে বিভক্ত :
ক. মৎস্য সম্পসারণ ও খ. মৎস্য সংরক্ষণ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন এবং মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলা মৎস্য দপ্তর মৎস্য সম্প্রসারণের ও মৎস্য সংরক্ষণের কাজ সম্পাদন করে থাকে। মৎস্য সম্প্রসারণ কার্যাবলীর মধ্যে আছে:
১. অফিসে আগত মাছ চাষিদের পরামর্শ প্রদান ও মৎস্য চাষের উপকরণ সংগ্রহে সহযোগিতা প্রদান।
২. মাছ চাষিদের পুকুরে গমন ও বাস্তবতার নিরিখে পরামর্শ প্রদান।
৩. নতুন ও পুরাতন মাছ চাষিদের পুকুর পরিদর্শন ও পরামর্শ প্রদান এবং সংযোগ চাষি তৈরী।
৪. প্রশিক্ষণ:
ক. কার্প জাতীয় মিশ্রচাষ প্রশিক্ষণ।
খ. কার্প-গলদা মিশ্রচাষ প্রশিক্ষণ।
গ. কার্প জাতীয় মাছের পোনা প্রতিপালন প্রশিক্ষণ।
ঘ. নার্সারি ব্যবস্থাপনা।
ঙ. স্বাদু পানিতে গলদা চিংড়ির চাষ এবং নার্সারি ব্যবস্থাপনা।
চ. ধানক্ষেতে মাছ/চিংড়ি চাষ।
ছ. মনোযেক্স তেলাপিয়ার চাষ।
জ. গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি ইস্যুজ বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।
ঝ. মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।
ঞ. দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।
৫. পোনা মাছ অবমুজকরণ:
প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের প্রাচুর্য্যতা ফিরিয়ে আনতে কার্প জাতীয় ও দেশী প্রজাতির পোনা মাছ অবমু্ক্ত করা হয়।
৬. বিল নার্সারি স্থাপন :
যে সব বিলের পুকুর বর্ষাকালে তলিয়ে যায় সেই সব পুকুরে রেনু মজুদ করে পোনা মাছ উৎপাদন করে দিলে অবমুক্ত করা হয়।
৭. জলাশয় সংস্কার :
হাজা, মজা সরকারি বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর দিঘী, বারাপিট, বাওড়, মরা নদী, খাল ইত্যাদি পূণ:খননের মাধ্যমে মৎস্য চাষোপযোগী করা হয়।
৮. পেন কালচার:
পেনে/ প্লাবন ভূমিতে মাছ চাষ করে মাছের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।
৯. ড়েসকালচার :
ড়েসে বা খাচায় মাছ চাষ করা হচ্ছে।
মৎস্য সংরক্ষণ :
ক. মৎস্য অওয়াশ্রম:
দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষার্থে বিল, বাওড়, নদী, খাল ইত্যাদি জায়গায় স্থায়ী বাৎসরিক ও মৌসুমী মৎস্য সম্পদ বিলুপ্তির হাত থেকে রক্ষা করা হয়।
খ. মৎস্য আইন বাস্তবায়ন :
মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য সংরক্ষণ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন করা হয়।
গ. ভ্রাম্যমান আদালত :
ভ্রাম্যমান আদালত পরিকল্পনার মাধ্যমে মৎস্য সম্পদের অবাধ বিচরণ ও প্রজননের ব্যবস্থা করা হয়।
গ. ইলিশ সংরক্ষণ :
ইলিশ সম্পদ সংরক্ষণে জারিকৃত নির্দেশাবলী পালন করা হয়।
সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা, উপজেলা মৎস্য দপ্তর, ভাংগা, ফরিদপুর।
ক্রমিক নং | সেবা সমূহ | সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট) | সেবা গ্রেহণের সময়সীমা |
০১ | মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পু্ষ্টি যোগানের সহায়তা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা | অফিস সময়ে |
০২ | মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ/ সেবা। | মৎস্যচাষি/ উদ্যোক্তা | অফিস সময়ে |
০৩ | অফিসে আগত মৎস্য চাষিদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা | অফিস সময়ে |
০৪ | মৎস্য চাষ সম্প্রসারণ লক্ষে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তীতে সহায়তা সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা | অফিস সময়ে |
০৫ | মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী | অফিস সময়ে |
০৬ | বানিজ্যিক ভিত্তিতে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী | অফিস সময়ে |
০৭ | দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী | অফিস সময়ে |
০৮ | মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান। | মৎস্যচাষি/ উদ্যোক্তা/ জনগণ | অফিস সময়ে |
০৯ | জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা। | মৎস্যচাষি/ উদ্যোক্তা/ জনগণ | অফিস সময়ে |
সেবা প্রদানকারী কর্মকর্তা/ কর্মচারীদের পদবী:
# সহকারী মৎস্য কর্মকর্তা।
# ক্ষেত্র সহাকরী
যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেন।
# উপজেলা মৎস্য কর্মকর্তার, ভাংগা, ফরিদপুর, ফোন -০৬৩২৩-৫৬৫৪৮
চুড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেন।
# জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর।
১। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প।
২। অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প।
৩। বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প।
ক্রমিক নং | প্রকল্পের নাম | বাস্তবায়িতব্য কার্যক্রম | মন্তব্য |
০১ | বৃহত্তম ফরিদপুর জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প | ১. সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-দিঘী, বরোপিট, মরা নদী, খাল, বিল ও বাওড় সংস্কার ও পূন:খনন। ২. বিল নার্সারি স্থাপন। ৩. মৎস্য অভয়াশ্রম স্থাপন। ৪. খাঁচার মাছ চাষ। ৫. পাবনভূমিতে মাছ চাষ। ৬. অতিরিক্ত আয়বর্ধক কার্যক্রম। ৭. প্রশিক্ষণ। ৮. মুক্ত জলাশয়ে কার্প জাতীয় ও দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তি ইত্যাদি। | চলমান |
০২ | অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প | ১. সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-দিঘী, বরোপিট, মরা নদী, খাল, বিল ও বাওড় সংস্কার ও পূন:খনন। ২. মৎস্য অভয়াশ্রম স্থাপন। ৩. জাল বিনিয়ম কার্যক্রম। ৪. বিকল্প আয়বর্ধক কার্যক্রম। ৫. পোনা মাছ অবমুক্তি ইত্যাদি। | চলমান |
০৩ | ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প | ১. কার্প নার্সারি কার্যক্রম। ২. পুকুরে কার্প জাতীয় মাছ চাষ কার্যক্রম। ৩. কার্প-গলদা, মিশ্র চাষ কার্যক্রম। ৪. ধানক্ষেতে মাছ চাষ কার্যক্রম এবং ৫. লিফ কার্যক্রম। | চলমান |
০৪ | চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্প | ১. অবক্ষয়িত বিল, বাওড়, মরা নদী, খাল পূন:খনন। ২। দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তি ইত্যাদি। | চলমান |
০৫ | সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প (২য় পর্যায়) | দারিদ্র ভূমিহীন চাষিদের মৎস্যচাষ কার্যক্রমের জন্য গ্রুপভিত্তিক ঋণ প্রদান | প্রকল্পের মেয়াদ শেষে বিভোলভিং ফান্ডের কার্যক্রম চলছে। |
০৬ | দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ (মৎস্য) কার্যক্রম | দারিদ্র ভূমিহীন মৎস্য চাষিদের মৎস্যচাষ কার্যক্রমের জন্য গ্রুপভিত্তিক বা একক ঋণ প্রদান | প্রকল্পের মেয়াদ শেষে বিভোলভিং ফান্ডের কার্যক্রম চলছে। |
খোন্দকার আবুবকর সিদ্দিক
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,
ভাংগা, ফরিদপুর।
টেলিফোন : ০৬৩২৩-৫৬৫৪৮
মোবাইল নং- 01728-383532
ইমেইল- kabsiddik@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস