Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৎস্য কর্মকর্তার কার্যালয়
বিস্তারিত

ফরিদপুর জেলা হতে ৩০ কিলোমিটার পূর্বে ফরিদপুর-বরিশাল এবং বিশ্বরোডের সংযোগস্থলের পশ্চিম পার্শ্বে অবস্থিত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন এবং মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। উপজেলা মৎস কর্মকর্তা এ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ দপ্তরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:

১. উপজেলা মৎস্য দপ্তরের কাজ মূলত দু'টি ভাগে বিভক্ত :

    ক. মৎস্য সম্পসারণ ও খ. মৎস্য সংরক্ষণ।

ছবি
label.column.field_office_cism

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন এবং মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলা মৎস্য দপ্তর মৎস্য সম্প্রসারণের ও মৎস্য সংরক্ষণের কাজ সম্পাদন করে থাকে। মৎস্য সম্প্রসারণ কার্যাবলীর মধ্যে আছে:

১. অফিসে আগত মাছ চাষিদের পরামর্শ প্রদান ও মৎস্য চাষের উপকরণ সংগ্রহে সহযোগিতা প্রদান।

২. মাছ চাষিদের পুকুরে গমন ও বাস্তবতার নিরিখে পরামর্শ প্রদান।

৩. নতুন ও পুরাতন মাছ চাষিদের পুকুর পরিদর্শন ও পরামর্শ প্রদান এবং সংযোগ চাষি তৈরী।

৪. প্রশিক্ষণ:

               ক. কার্প জাতীয় মিশ্রচাষ প্রশিক্ষণ।

               খ. কার্প-গলদা মিশ্রচাষ প্রশিক্ষণ।

               গ. কার্প জাতীয় মাছের পোনা প্রতিপালন প্রশিক্ষণ।

               ঘ. নার্সারি ব্যবস্থাপনা।

               ঙ. স্বাদু পানিতে গলদা চিংড়ির চাষ এবং নার্সারি ব্যবস্থাপনা।

               চ. ধানক্ষেতে মাছ/চিংড়ি চাষ।

               ছ. মনোযেক্স তেলাপিয়ার চাষ।

               জ. গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি ইস্যুজ বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।

               ঝ. মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।

               ঞ. দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ।

৫. পোনা মাছ অবমুজকরণ:

    প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের প্রাচুর্য্যতা ফিরিয়ে আনতে কার্প জাতীয় ও দেশী প্রজাতির পোনা মাছ অবমু্ক্ত করা হয়।

৬. বিল নার্সারি স্থাপন :

    যে সব বিলের পুকুর বর্ষাকালে তলিয়ে যায় সেই সব পুকুরে রেনু মজুদ করে পোনা মাছ উৎপাদন করে দিলে অবমুক্ত করা হয়।

৭. জলাশয় সংস্কার :

    হাজা, মজা সরকারি বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর দিঘী, বারাপিট, বাওড়, মরা নদী, খাল ইত্যাদি পূণ:খননের মাধ্যমে মৎস্য চাষোপযোগী করা হয়।

৮. পেন কালচার:

    পেনে/ প্লাবন ভূমিতে মাছ চাষ করে মাছের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।

৯. ড়েসকালচার :

ড়েসে বা খাচায় মাছ চাষ করা হচ্ছে।

 

মৎস্য সংরক্ষণ :

ক. মৎস্য অওয়াশ্রম:

দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষার্থে বিল, বাওড়, নদী, খাল ইত্যাদি জায়গায় স্থায়ী বাৎসরিক ও মৌসুমী মৎস্য সম্পদ বিলুপ্তির হাত থেকে রক্ষা করা হয়।

খ. মৎস্য আইন বাস্তবায়ন :

    মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য সংরক্ষণ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন করা হয়।

গ. ভ্রাম্যমান আদালত :

ভ্রাম্যমান আদালত পরিকল্পনার মাধ্যমে মৎস্য সম্পদের অবাধ বিচরণ ও প্রজননের ব্যবস্থা করা হয়।

গ. ইলিশ সংরক্ষণ :

ইলিশ সম্পদ সংরক্ষণে জারিকৃত নির্দেশাবলী পালন করা হয়।

সিটিজেন চার্টার

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা,                  উপজেলা মৎস্য দপ্তর, ভাংগা, ফরিদপুর।

ক্রমিক নং

সেবা সমূহ

সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট)

সেবা গ্রেহণের সময়সীমা

০১

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পু্ষ্টি যোগানের সহায়তা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা

অফিস সময়ে

০২

মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ/ সেবা।

মৎস্যচাষি/ উদ্যোক্তা

অফিস সময়ে

০৩

অফিসে আগত মৎস্য চাষিদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা

অফিস সময়ে

০৪

মৎস্য চাষ সম্প্রসারণ লক্ষে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তীতে সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা

অফিস সময়ে

০৫

মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৬

বানিজ্যিক ভিত্তিতে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৭

দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৮

মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান।

মৎস্যচাষি/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

০৯

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা।

মৎস্যচাষি/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

সেবা প্রদানকারী কর্মকর্তা/ কর্মচারীদের পদবী:

   # সহকারী মৎস্য কর্মকর্তা।

   # ক্ষেত্র সহাকরী

     যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেন।

   # উপজেলা মৎস্য কর্মকর্তার, ভাংগা, ফরিদপুর, ফোন -০৬৩২৩-৫৬৫৪৮

     চুড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেন।

   # জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর।

label.column.field_projects

১। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প।

২। অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প।

৩। বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প।

ক্রমিক নং

প্রকল্পের নাম

বাস্তবায়িতব্য কার্যক্রম

মন্তব্য

০১

বৃহত্তম ফরিদপুর জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প

১. সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-দিঘী, বরোপিট, মরা নদী, খাল, বিল ও বাওড় সংস্কার ও পূন:খনন। ২. বিল নার্সারি স্থাপন। ৩. মৎস্য অভয়াশ্রম স্থাপন। ৪. খাঁচার মাছ চাষ। ৫. পাবনভূমিতে মাছ চাষ। ৬. অতিরিক্ত আয়বর্ধক কার্যক্রম। ৭. প্রশিক্ষণ। ৮. মুক্ত জলাশয়ে কার্প জাতীয় ও দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তি ইত্যাদি।

চলমান

০২

অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প

১. সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-দিঘী, বরোপিট, মরা নদী, খাল, বিল ও বাওড় সংস্কার ও পূন:খনন। ২. মৎস্য অভয়াশ্রম স্থাপন। ৩. জাল বিনিয়ম কার্যক্রম। ৪. বিকল্প আয়বর্ধক কার্যক্রম। ৫. পোনা মাছ অবমুক্তি ইত্যাদি।

চলমান

০৩

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প

১. কার্প নার্সারি কার্যক্রম। ২. পুকুরে কার্প জাতীয় মাছ চাষ কার্যক্রম। ৩. কার্প-গলদা, মিশ্র চাষ কার্যক্রম। ৪. ধানক্ষেতে মাছ চাষ কার্যক্রম এবং ৫. লিফ কার্যক্রম।

চলমান

০৪

চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্প

১. অবক্ষয়িত বিল, বাওড়, মরা নদী, খাল পূন:খনন।

২। দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তি ইত্যাদি।

চলমান

০৫

সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প (২য় পর্যায়)

দারিদ্র ভূমিহীন চাষিদের মৎস্যচাষ কার্যক্রমের জন্য গ্রুপভিত্তিক ঋণ প্রদান

প্রকল্পের মেয়াদ শেষে বিভোলভিং ফান্ডের কার্যক্রম চলছে।

০৬

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ (মৎস্য) কার্যক্রম

দারিদ্র ভূমিহীন মৎস্য চাষিদের মৎস্যচাষ কার্যক্রমের জন্য গ্রুপভিত্তিক বা একক ঋণ প্রদান

প্রকল্পের মেয়াদ শেষে বিভোলভিং ফান্ডের কার্যক্রম চলছে।

যোগাযোগ

খোন্দকার আবুবকর সিদ্দিক

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,

ভাংগা, ফরিদপুর।

টেলিফোন : ০৬৩২৩-৫৬৫৪৮

মোবাইল নং- 01728-383532

ইমেইল- kabsiddik@gmail.com